আমার মধ্যে কোনো ফিল্টার নেই: সীমা কিরণ

আপডেট: August 27, 2022 |
print news

বলিউড ফ্যাশন ডিজাইনার সীমা কিরণ সাজদেহ। চলতি বছর অভিনেতা-নির্মাতা সোহেল খানের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। এ নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে এক সাক্ষাৎকারে নীরবতা ভেঙেছেন তিনি।

ডিভোর্সের পর থেকেই নামের সঙ্গে থাকা ‘খান’ পদবি বাদ দিয়েছেন সীমা। তিনি বলেন, ‘বিষয়টি হচ্ছে, যদি আমি এই ব্যাপারটি নিয়ে পড়ে থাকতাম, ব্ল্যাক হোলের মতো এর আরো গভীরে নিমজ্জিত হয়ে পড়তাম। তাই আমি বিপরীত পথ বেছে নিয়েছি। আমার মতে, এজন্যই সামনে আগাতে পারছি। আমার সন্তান, পরিবারের সদস্য ও ভাই-বোনদের ক্ষেত্রেও তাই। বোন, মেয়ে কিংবা ঘনিষ্ঠ কাউকে একটি বিষয় নিয়ে সব সময় নিমগ্ন হয়ে চাপ নিতে দেখতে মোটেও ভালো লাগার কথা নয়। তাই তাদের জন্য আমার জীবনটা সম্পূর্ণ ইতিবাচকভাবে দেখি।’

 

নিজের মধ্যে থেকে নেতিবাচক বিষয়গুলোও ঝেড়ে ফেলেছেন সীমা। তিনি মনে করেন, তিনি যে পর্যায়ে পৌঁছেছেন তাতে এখন এগুলো পাত্তা দেওয়া ঠিক না। তিনি বলেন, ‘আমার পরিবার, মা-বাবা, ভাই-বোন ও সন্তানরা জানে আমি কেমন। নিজের কাছে সৎ থাকতে চাই। আমি খুবই খোলমেলা, আর আমার মধ্যে কোনো ফিল্টার নেই।’

সোহেল খান ও সীমা ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০০ সালে তার ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান। গত বছর ইয়োহানের দশম জন্মদিন উদযাপন করেন এই দম্পতি। গত ১৩ মে মুম্বাইয়ের একটি আদালতে ডিভোর্সের আবেদন করেন এই দম্পতি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর