মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে আহত ৬

আপডেট: August 31, 2022 |
print news

রাজধানীর পোস্তগোলা ব্রিজের ওপরে যাত্রী বোঝাই একটি চলন্ত সিএনজি পিছন দিক থেকে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজিতে থাকা ৬ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপরে ঘটে এ দুর্ঘটনা। পরে ঘটনায় আহতদের ওই মাইক্রোবাসে করেই চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন- স্বপন (৩০), স্বর্ণা (১৭), ববি (২৭), মাসুম (১৭), নাছিমা (৪০) ও অজ্ঞাত এক ব্যক্তি (৪৫)।

মাইক্রোবাসের চালক আলমগির বলেন, পোস্তগোলা ব্রিজের ওপরে আমি মাইক্রোবাস ঘোরানোর সময় একটি যাত্রী বোঝাই সিএনজি পেছন দিক থেকে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা ছয় যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে আমার মাইক্রোবাসে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

তিনি আরও জানান, এটি পোস্তগোলা ব্রিজ থেকে কেরানীগঞ্জ এলাকায় যাত্রী নিয়ে যাতায়াত করা সিএনজি ছিলো।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ঘটনায় আহত ছয়জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর