গাজীপুরের টঙ্গিতে যানজট, দুর্ভোগে জনসাধারণ

আপডেট: October 2, 2022 |

বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে আবদুল্লাপুর পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি দেখা দিয়েছে। এতে টঙ্গি এলাকায় তৈরি হয়েছে যানজট।

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন ধরে চলছে বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। কিন্তু প্রকল্পের কাজের ধীরগতি, মহাসড়কে খোড়াখুড়ি, ছোট বড় গর্ত, অনেক স্থানে কার্পেটিং না থাকায় মহাসড়কের বেহাল দশায় সড়কটিতে বাড়ছে যানজট। এর ওপর গেল রাতভর বৃষ্টি হওয়ায় সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় বেড়েছে দুর্ভোগ।

প্রকল্পের কাজে ধীরগতি ও মহাসড়কের পাশে যন্ত্রপাতি, নির্মাণ সমাগ্রি রাখাসহ, ড্রেনেজের কাজ চলমান থাকায় অনেক স্থানে এক লেনে চলছে গাড়ি। এছাড়া ভোগড়া বাইপাস, বাসন, বড়বাড়ি, কলেজ গেইট, চেরাগ আলী এলাকায় মহাসড়কে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়েছে। কাঁদা, জলময় বেহাল মহাসড়কের কারণে এসব পয়েন্টে যানজট বেড়েছে। বিশেষকরে ঢাকার প্রবেশমুখ টঙ্গি থেকে এয়ারপোর্ট পর্যন্ত যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা।

Share Now

এই বিভাগের আরও খবর