ব্রুনাইয়ের সুলতান ১৪ অক্টোবর ঢাকায় আসছেন

আপডেট: October 7, 2022 |
সুলতান হাজী হাসানাল বলকিয়াহ
print news

আগামী ১৪ অক্টোবর প্রথমরাবের মতো ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে আগামী ১৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন সুলতান। রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

কর্মী নিয়োগ, জ্বালানি, বাণিজ্য, কৃষি ও মৎস্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এ সময় ৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট চলছে। সে কারণে ব্রুনাই থেকে জ্বালানি তেল আমদানি করতে আগ্রহী বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত ২৯ আগস্ট ব্রনাই সফর করেন। সে সময় ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন। সে সময় ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। কিন্তু কোভিডের সুলতানের সফর বিলম্বিত হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর