আজ কখন কোথায় লোডশেডিং জেনে নিন

আপডেট: November 10, 2022 |

দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি মেটাতে গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং চলছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, কোন এলাকায় কখন লোডশেডিং থাকবে সে সময়সূচি আগেই জানিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়া লোডশেডিং না থাকলে সেটাও জানিয়ে দেয় সেবাদাতা প্রতিষ্ঠান।

সেই ধারাবাহিকতায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সার্ভিস এলাকায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) কোনো লোডশেডিং নেই। ফলে এসব এলাকার গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন বলে আশা করছে ডিপিডিসি।

এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি এলাকায় বৃহস্পতিবার কোনো লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সার্ভিস এলাকায় প্রতিদিনের মতো লোডশেডিং হবে।

ডেসকো জানিয়েছে, তাদের এলাকায় আজও পাঁচ ঘণ্টা বা তার অধিক সময় পর্যন্ত লোডশেডিং হতে পারে।

দেখে নিন, আজকের ডিপিডিসির তালিকা ও ডেসকোর তালিকা।

Share Now

এই বিভাগের আরও খবর