সোহরাওয়ার্দীতেই যুবলীগ নেতা-কর্মীদের জুমার নামাজ আদায়

আপডেট: November 11, 2022 |
print news

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ ঘিরে ইতোমধ্যে নেতা-কর্মীদের ঢল নেমেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।

আজ শুক্রবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হবে। এরই মধ্যে দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে ভিড় করছেন নেতা-কর্মীরা।

আজ ধর্মপ্রাণ মুসলমানদের জুমার নামাজ আদায়ের দিন। এ বিষয়কে মাথায় রেখে সমাবেশস্থলে জামাতে জুমার নামাজ আদায় করেছেন নেতা-কর্মীরা। এ ছাড়া অনেকেই বাইরে গিয়ে তাদের সুবিধামতো মসজিদে নামাজ আদায় করেছেন।

এর আগে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল জানিয়েছিলেন, বহু লোকসমাগমের বিষয়টি চিন্তা করে সমাবেশস্থলে জুমার নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর