গাজীপুরে ঝুটের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আপডেট: November 13, 2022 |

গাজীপুর প্রতিনিধি: গাজীপু‌রের কোনাবাড়ী‌তে এক‌টি ঝু‌টের গুদা‌মে আগু‌নে গেলে পুড়‌ছে বিপুল প‌রিমাণ মালামাল ।

শনিবার রাত দেড়টা দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সেলিম মিয়ার মালিকাধীণ ওই গুদামে আগুনের সুত্রপাত হয় । ফায়ার সা‌র্ভি‌সের ৭টি ইউ‌নিট প্রায় সা‌ড়ে ৫ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আ‌নে ।

ফায়ার সা‌র্ভিস ও স্থানীয়রা জানায়, শ‌নিবার রাত দেড়টার দি‌কে গাজীপুর মহানগ‌রের কোনাবা‌ড়িতে কা‌শিমপুর কেন্দ্রীয় কারাগার রো‌ডে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের কোনাড়ী ফ্লাইওভা‌রের প‌শ্চিম মাথায় ওই গুদামে আগুন লা‌গে ।

মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গুদামে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু ক‌রে । আগুনে লেলিগান শিখা বাড়তে থাকায় প‌রে আরও ৫ টি ইউ‌নিট নিয়ন্ত্রণ কা‌জে যোগ‌দেয় ।

রোববার সকাল ৭ টার দি‌কে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আসার বিষয় নিশ্চিত করে ।

গুদাম মা‌লিক সে‌লিম হো‌সেন জানান, প্রা‌য়ে সা‌ড়ে ৯ হাজার বর্গফু‌টের এ গুদা‌মে ২ হাজারের বেশি শ্রমিক কাজ কর‌তো।

এ গুদা‌মে প্রায় ১৫ কো‌টি টাকা মু‌ল্যের মালামাল সবই পু‌ড়ে গেছে। মধ্যরাতে হঠাৎ গুদামে আগুনের ঘটনা‌টি নাশকতা বলেও দাবী করেন তিনি ।

গাজীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন, পা‌নি সঙ্ক‌টের কার‌ণে আগুন নিয়ন্ত্রনে আন‌তে একটু সময় বে‌শি লে‌গে‌ছে ।

সকাল ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয় থবে, ড্যাম্পিং কাজ চলমান রয়েছে । আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি । তদন্ত সাপেক্ষে তা নির্ধারণ করা হবে বলেও জানান, ওই কর্মরকর্তা ।

Share Now

এই বিভাগের আরও খবর