বাইডেন-জিনপিংয়ের বৈঠক আজ

আপডেট: November 14, 2022 |

চলতি সপ্তাহেই শুরু হচ্ছে জি-২০ জোটের শীর্ষ সম্মেলন। এই সম্মেলনের আগে মুখোমুখি হচ্ছেন বৈশ্বিক পরাশক্তি দুই দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার (১৪ নভেম্বর) উভয় নেতার দীর্ঘ প্রতীক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে উত্তেজনাপূর্ণ জি-২০ শীর্ষ সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকে অংশ নিতে সোমবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পৌঁছাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

দীর্ঘ প্রতীক্ষিত এই বৈঠকে বৈশ্বিক পরাশক্তি দুইটি দেশের শীর্ষ এই দুই নেতা তাইওয়ান, ইউক্রেন এবং উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

জানা গেছে, চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগ দিতে রোববার রাতেই বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছেছেন।

রয়টার্স বলছে, হংকং ও তাইওয়ান থেকে দক্ষিণ চীন সাগর, বাণিজ্য এবং চীনা প্রযুক্তির ওপর মার্কিন বিধিনিষেধের অনেকগুলো বিষয় নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, গত দুই মাস ধরে বেইজিং এবং ওয়াশিংটন উভয় পক্ষই নিজেদের মধ্যকার সম্পর্ক মেরামতের জন্য প্রচেষ্টা চালিয়েছে।

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বাইডেন ও জিনপিংয়ের সোমবার অনুষ্ঠিতব্য বৈঠকের মতো এই ধরনের সভাগুলো বিচ্ছিন্নভাবে আয়োজন করা হয় না। এগুলো খুব টেকসই একটি প্রক্রিয়ার অংশ।’

২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শি জিনপিংয়ের সঙ্গে পাঁচবার ফোন বা ভিডিও কলে কথা বলেছেন বাইডেন।

Share Now

এই বিভাগের আরও খবর