ইবির কর্মচারী সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর

আপডেট: December 12, 2022 |
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ কর্মচারী সমিতির ‘দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২০২৪’ এর নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ ডিসেম্বর) কর্মচারী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্বাচনী তফসীলে বলা হয়, ২৪ ডিসেম্বর সকাল ১০ টা হতে বেলা ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১২ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র গ্রহণ করা হয়। ১৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৪ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা শেষে ঐ দিনই ফল প্রকাশ করা হবে।
ভোটের মাধ্যমে মোট ১৩ টি পদে ১৫ জনকে নির্বাচিত করা হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মোঃ মনিরুজ্জামান জানায়, এবার মোট ভোটার ১৫৮ জন। আমরা আশাবাদী নির্বাচন সুষ্ঠু ভাবে সংঘটিত হবে। ইতিমধ্যে আমরা নির্বাচন সংক্রান্ত সকল ব্যবস্থা গ্রহণ করেছি। নিরাপত্তাজনিত কোনো প্রকার ইস্যু এখনো আমাদের চোখে পড়েনি।

Share Now

এই বিভাগের আরও খবর