গাজীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

আপডেট: December 18, 2022 |
print news

গাজীপুর প্রতিনিধিঃ শতবর্ষের জাতির পিতা ,সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতার প্রতিপাদ্যের মধ্যে দিয়ে গাজীপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে
আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুনূল করীম , সিনিয়র সহকারী কমিশনার বিল্লাল হোসেন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শহিদুল ইসলাম,জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও
প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রবাসী কর্মীদের শিক্ষাবৃত্তি প্রদান ও প্রত্যাশীকর্মীকে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ প্রদান করা হয়।
এছাড়া, ২০২১-২২অর্থবছরে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে সংবর্ধনা দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর