পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সিলেট মহানগর আওয়ামী লীগের শোভাযাত্রা

সিলেট প্রতিনিধি: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা করেছে মহানগর আওয়ামী লীগ। মহান বিজয়ের মাসের কর্মসূচির অংশ হিসেবে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন।
রোববার দুপুর ১২টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মহানগর আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা বের হয়। বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শোভাযাত্রাটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা সরকার ও আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান দেন। এ ছাড়া বিএনপি ও জামায়াতের ‘নৈরাজ্যের’ বিরুদ্ধেও স্লোগান দেন তারা।