পাঁচদিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে কুবি

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে রোববার থেকে। ২৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।
তিনি বলেন, দাপ্তরিক ছুটি ২৫ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। তবে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হওয়ায় সশরীরে একাডেমিক কার্যক্রম আগামীকাল থেকে বন্ধ থাকবে এবং ১ জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম আবার শুরু হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট মো. মোকাদ্দেস-উল-ইসলাম হল বন্ধ প্রসঙ্গে বলেন, ‘২৬ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হল বন্ধ থাকবে। ৩০ ডিসেম্বর থেকে পূর্বের ন্যায় হল খোলা থাকবে। তবে বন্ধকালীন সময়ে কেউ হলে থাকলে তাকে নিজ দায়িত্বে থাকতে হবে, কোনো দুর্ঘটনা ঘটলে হল প্রশাসন সে দায়িত্ব নিবে না।’