সাড়ে ৮ কোটি টাকার সময় সাশ্রয় করবে মেট্রোরেল

আপডেট: December 28, 2022 |
print news

মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিট-৬ লাইন চালু হলে দৈনিক যাতায়াতে যে সময় বাঁচবে তার আর্থিকমূল্য ৮.৩৮ কোটি টাকা। এর ফলে বার্ষিক সাশ্রয় হবে তিন হাজার ৫৮ কোটি টাকা। মেট্রোরেলের মালিকানা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

মেট্রোরেলে মাত্র ৪০ মিনিটেই রাজধানীর মতিঝিল থেকে উত্তরা যাওয়া যাবে। যাত্রাপথে ট্রেন থামবে ১৪টি স্টেশনে। বর্তমানে সড়কপথে এই ২০ কিলোমিটার পাড়ি দিতে লাগে অন্তত ২০৮ মিনিট সময়। এই হিসাবে পুরো রুটে যাত্রীদের সময় বাঁচবে ১৬৮ মিনিট।

এ ছাড়া এমআরটি-৬ লাইন চালু হলে অন্যান্য যানবাহন পরিচালনার দৈনিক ব্যয় কমবে ১.১৮ কোটি টাকা। এই খাতে বার্ষিক ব্যয় সাশ্রয় হবে ৪৩০ কোটি টাকা।

কোম্পানিটি আরও দাবি করছে, বিদ্যুৎচালিত মেট্রোরেল সেবা চালু হলে তরল জ্বালানি ও গ্যাসে চালিত যানবাহনের সংখ্যাও কমবে সড়কে। এতে বার্ষিক কার্বন নিঃসরণ কমবে দুই লাখ টনেরও বেশি।

Share Now

এই বিভাগের আরও খবর