ভিয়েতনামের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় ফ্রেন্ডশীপ মেডেল গ্রহণ করলেন পূজা

আপডেট: December 29, 2022 |
print news

ভিয়েতনাম ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ককে সুদৃঢ় করায় অবদান রাখা এবং ‘হোচিমিনঃ আ জার্নি টু এক্সপ্লোর দ্য লাইট উইদইন’ শিল্পকর্ম নির্মাণে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে ফ্রেন্ডশীল মেডেল সম্মাননা পেলেন তরুণ নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।

এই উপলক্ষ্যে ঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাসে গতকাল  বুধবার সকালে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ভিয়েতনাম এম্বাসি।

অনুষ্ঠানে ভিয়েতনামের প্রেসিডেন্ট এর পক্ষ থেকে পূজা সেনগুপ্ত’র হাতে ফ্রেন্ডশীপ মেডেল, সার্টিফিকেট, পুষ্পস্তবক, পুরষ্কার মূল্য ও শুভেচ্ছা উপহার তুলে দেন ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন।

এ বছর একমাত্র বাংলাদেশি হিসেবে এই পুরষ্কার পেয়েছেন তরুণ নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক উদ্যোক্তা এবং তুরঙ্গমীর প্রতিষ্ঠাতা পরিচালক পূজা সেনগুপ্ত। ভিয়েতনামের সাথে অন্যান্য দেশের সম্পর্কের উন্নয়ন এবং নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে এই পুরষ্কার প্রদান করা হয়, যা বিদেশিদের জন্য ভিয়েতনামের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় সম্মাননাগুলোর একটি।
তুরঙ্গমী বিশ্বাস করে, বাংলাদেশের সংস্কৃতি এবং নাচকে বিশ্বমঞ্চে সুপ্রতিষ্ঠিত করার যে প্রত্যয় নিয়ে তুরঙ্গমী কাজ করছে, এই পুরষ্কারপ্রাপ্তি সেই পথে একটি মাইলফলক। দেশীয় নৃত্যাঙ্গণে এরকম দৃষ্টান্তও বিরল।

পূজা সেনগুপ্তকে পুরষ্কার গ্রহণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুঠোফোন বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি, সংস্কৃতি সচিব জনার আবুল মনসুর, নাচ, গান, অভিনয়, মঞ্চ সহ সংস্কৃতি অঙ্গণের নবীন-প্রবীন শিল্পী ও সংস্কৃতি কর্মীরা।

একজন তরুণ শিল্পী ও নির্দেশকের এই প্রাপ্তিকে বাংলাদেশের জন্য গৌরবময় অর্জন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন দেশি বিদেশী কুটনীতিক,শিক্ষক, চিকিৎসক, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

২০১৯ সালে কিংবদন্তী নেতা হোচিমিন এর জীবন নিয়ে একটি নৃত্য প্রযোজনা নির্মাণের জন্য তুরঙ্গমীকে আনুষ্ঠানিক চিঠি দেয় ভিয়েতনাম দূতাবাস। ৫-৬ সেপ্টেম্বর, ২০১৯ তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার এর প্রযোজনায় এবং ভিয়েতনাম সরকারের পৃষ্ঠপোষকতায় প্রথম মঞ্চে আসে বিশ্বের প্রথম জীবনীভিত্তিক ড্যান্স থিয়েটার “হোচিমিন”। প্রথম প্রদর্শনীতেই দর্শক, সমালোচক, মিডিয়া এবং দেশি ও বিদেশি দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রসংশিত হয় প্রযোজনাটি। ড্যান্স থিয়েটার হোচিমিন পূজা সেনগুপ্ত’র একটি মৌলিক প্রযোজনা যা ঐ বছরই ইউনেস্কোর ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল এর প্যানোরমায় প্রথম বাংলাদেশি প্রযোজনা হিসেবে জায়গা করে নেয়। প্যানোরমায় পূজা সেনগুপ্ত’র হোচিমিন প্রযোজনাটিকে বিশ্বের প্রথম জীবনীমূলক নৃত্য নাটক হিসেবে উল্লেখ করা হয়। ৪০ মিনিট দৈর্ঘ্যের এই প্রযোজনার মূল ভাবনা, নকশা, পান্ডুলিপি, নৃত্য নির্মাণ ও নির্দেশনায় ছিলেন পূজা সেনগুপ্ত।

Share Now

এই বিভাগের আরও খবর