আজ ঢাকার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

আপডেট: January 5, 2023 |

আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার এ তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১-২ দিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানীর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, এখন রাজধানীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। যেহেতু তাপমাত্রা সারাদেশের বেশিরভাগ এলাকায় ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি, ফলে প্রবাহের স্থায়িত্ব কম। উত্তরের দুই-একটি জেলা এবং যশোরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ঢাকার ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯৯৬ সালের জানুয়ারিতে। সে সময় ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে রাজধানীর তাপমাত্রা।

এদিকে, রাজধানীর এ হাড় কাঁপানো শীতে নাজেহাল জনজীবন। তাপমাত্রার এ ক্রমবর্ধমান পতনের মুখে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে রাজধানীর ছিন্নমূল আর শ্রমজীবী মানুষ। শীত নিবারণের মতো গরম কাপড় না থাকায় তাদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। বৃদ্ধ আর শিশুদের দুর্ভোগের যেন শেষ নেই। দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগব্যাধিও।

Share Now

এই বিভাগের আরও খবর