ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

আপডেট: January 6, 2023 |
print news

ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে ইউক্রেন ও রাশিয়ায় বসবাসকারী অর্থোডক্স খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে এই যুদ্ধ ঘোষণা করা হয়েছে। রাশিয়ার অর্থোডক্স ধর্মগুরু কিরিলের আহ্বানের পর পুতিনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো হয়েছে।

সিএনএন’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রেমলিন থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া কর্তৃক ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর এ ধরনের যুদ্ধবিরতির ঘোষণা এই প্রথম।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন রুশ ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীকে জানুয়ারির ৬ তারিখ শুরুর পর থেকে জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন, তবে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার এ উদ্যোগকে ‘ভণ্ডামি’ আখ্যা দেয়া হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, দখল করা অঞ্চল থেকে রাশিয়াকে সরতে হবে এবং তখনই একটি অস্থায়ী যুদ্ধবিরতি হবে। ভণ্ডামি নিজের কাছেই রাখুন।

Share Now

এই বিভাগের আরও খবর