দেশের নম্বর ওয়ান ব্র্যান্ড হবে ভিসতা: উদয় হাকিম

আপডেট: January 8, 2023 |

দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতা দেশের নম্বর ওয়ান ব্র্যান্ড হবে বলে প্রত্যাশা করেছেন কোম্পানিটির পরিচালক উদয় হাকিম। তিনি বলেন, ‌‘প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে ভিসতা এখন দেশের ক্রেতাদের প্রিয় ব্র্যান্ড। আশা করছি এভাবে চলতে থাকলে কয়েক বছরেই ভিসতা দেশের ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হবে।’

শনিবার সকালে গুলশান-১-এ জব্বার টাউয়ারের কনফারেন্স রুমে আয়োজিত ডিলার সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উদয় হাকিম বলেন, ‘বাংলাদেশে অনেকেই প্রযুক্তিপণ্য তৈরি করেন। কিন্তু মানসম্পন্ন পণ্যের অভাব রয়েছে। অনেকেই বেশি মুনাফার লোভে নিম্নমানের ইলেক্ট্রনিক্স পণ্য সরবরাহ করছে। এতে করে ভোগান্তি পোহাতে হয় ক্রেতাদের। বাহারি বিজ্ঞাপনে ওইসব নিম্নমানের পণ্য কিনে পরে ঠিকমতো সার্ভিস পান না ক্রেতারা। এ অবস্থায় ক্রেতাদের ভোগান্তি কমাতে টেকসই এবং উচ্চমানের পণ্য দিয়ে বাজারে প্রাধান্য বিস্তার করতে চায় ভিসতা।’

তিনি বলেন, ‘ভিসতা শব্দের অর্থ সফলতার সিঁড়ি। ক্রেতা, উৎপাদনকারী এবং সর্বোপরি দেশ যাতে লাভবান হয় সেই লক্ষ্যে উচ্চমানের পণ্যই ভিসতার প্রথম অঙ্গীকার।’

সম্মেলন উপস্থিত রয়েছেন ভিসতার চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক ইঞ্জিনিয়ার মঈনুল হক ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়া উপস্থিত আছেন সারাদেশ থেকে আসা ভিসতার অংশীদার, ডিলার, পরিবেশক ও বিভিন্ন এনজিও কর্মকর্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর