ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানির কন্যাকে পাঁচ বছরের কারাদণ্ড

আপডেট: January 10, 2023 |

ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির কন্যাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

আধা-সরকারি আইএসএনএ জানিয়েছে, ফায়জেহ হাশেমির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ দেননি আইনজীবী। তবে তেহরানের সরকারি কৌঁসুলি গত বছর হাশেমিকে ‘প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের’ অভিযোগে অভিযুক্ত করেছিলেন।

সেপ্টেম্বরে সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ হেফাজতে এক কুর্দি তরুণীর মৃত্যুর ঘটনায় তেহরানে ‘দাঙ্গা উসকে দেওয়ার’ জন্য ফায়জেহ হাশেমিকে গ্রেপ্তার করা হয়েছিল।

ফায়জেহর আইনজীবী নেদা শামস তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘মিসেস ফায়জেহ হাশেমিকে গ্রেপ্তারের পর তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু এই শাস্তি চূড়ান্ত নয়।’

২০০৯ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ‘রাষ্ট্রবিরোধী প্রচার’ করার জন্য ২০১২ নালে ফায়জেহ হাশেমিকে কারাগারে পাঠানো হয়েছিল এবং তাকে রাজনৈতিক কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর