যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮৮টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে কানাডা

আপডেট: January 10, 2023 |

যুক্তরাষ্ট্রের কাছ থেকে কানাডা ৮৮টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার ব্যাপারে চুক্তি করেছে। আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও মার্কিন অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে কানাডার।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিমান কেনার ব্যাপারে সংবাদ সম্মেলন করেছেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ। তিনি বলেছেন, যুদ্ধবিমান কিনতে এক হাজার ৪২০ কোটি মার্কিন ডলারের চুক্তিটি গত ৩০ বছরের মধ্যে রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্সে সবচেয়ে বড় বিনিয়োগ।

তিনি আরো বলেন, আমাদের পৃথিবী ক্রমেই অন্ধকার হয়ে আসছে। ইউক্রেনে রাশিয়ার অবৈধ ও অযৌক্তিক আগ্রাসন এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আক্রমণাত্মক আচরণের কারণে এই প্রকল্পটির ব্যাপক তাৎপর্য রয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে চারটি এফ-৩৫ যুদ্ধবিমান ২০২৬ সালে এবং ২০৩২ থেকে ২০৩৪ সালের মধ্যে পূর্ণ কর্মক্ষমতাসহ সমগ্র বহর হাতে পাবে কানাডা।

সূত্র : ওয়াশিংটন পোস্ট, আলজাজিরা

Share Now

এই বিভাগের আরও খবর