কালীগঞ্জে ওয়াজ মাহফিলে মারামারি, ৮ যুবককে কুপিয়ে জখম

আপডেট: January 16, 2023 |
print news

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াজ মাহফিলের গেট ভাঙ্গাকে কেন্দ্র করে হাসানুর জামান নামের এক কলেজ পড়ুয়া ছাত্রকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৮জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করে।

রোববার রাত ৮ টার দিকে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার কাদিরকোল গ্রামের আলতাফ হোসেন লস্করের ছেলে হাসানুর জামান, একই গ্রামের এনামুল, শুকুর, শামাউল, শোহান,সুজন,আজাহার ও
আশরাফুল। এদের মধ্যে হাসানুর জামানের অবস্থা আশস্কাজনক। সে বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।

কাদিরকোল গ্রামের ইমরান জানান, কাদিরকোল বাজার থেকে ট্রাকে কাঁচা মাল লোড করে কালীগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে কাদিরকোল মাঠ পাড়া নামকস্থানে ওয়াজ মাহফিল উপলক্ষে করা একটি গেট ট্রাকের ধাক্কায় ভেঙ্গে যায়। ট্রাক কতৃপক্ষ গেটের ক্ষতি পূরণ দিতে স্বীকার হলেও এসময় ইচ্ছাকৃত ভাবে রামনগর গ্রামের হামিদ ওয়াজ মহাফিল আয়োজকদের সাথে বিতরকে জড়িয়ে পড়ে। কথা কাটা-কাটির এক পর্য়ায়ে হামিদের ছেলে মাছুদ তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হাসানুর জামানকে কোপ দেয়। এসময় অন্যরা ঠেকাতে আসলে তাদেরকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, মারা মারির ঘটনা জানার পরই আমি পুলিশ পাঠায়েছি। তবে, এখনো কেউ কোন অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

Share Now

এই বিভাগের আরও খবর