ঝিনাইদহে ২ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট: January 16, 2023 |
Blankets Distribution photo 16 01 231 11zon
print news

টিপু সুলতান,ঝিনাইদহ প্রতিনিধি: উত্তরের হিমেল হাওয়া আর কনকনে এই শীতে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে পাশে দাঁড়ালেন পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস।

পাগলাকানাই ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে ২ হাজার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব বিশ্বজিৎ কুমার বিশ্বাস, ইউপি সদস্য লোটন মিয়া,আব্দুল ওয়াদুদ,সাগরিকাসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য বেক্তি বর্গ। উলে­খ্য, চেয়ারম্যান হিসাবে নির্বাচীত হওয়ার পর থেকে তিনি ইউনিয়নের সকল মানুষের সুখে দুখে নিরলস ভাবে কাজ করে চলেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর