মহানায়িকার প্রয়াণ দিবসে পাবনার পৈত্রিক ভিটায় স্মরণসভা

আপডেট: January 17, 2023 |

মো: জাহিদুল ইসলাম,পাবনা প্রতিনিধি: কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের নবম প্রয়াণ দিবেস তার পৈত্রিকভিটা পাবনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের গোপালপুর হেমসাগর লেনের বাড়িতে মহানায়িকার আবক্ষ ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। পরে তার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসের রাজশাহীস্থ সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

এ সময় তিনি বলেন, সব ধর্মের মানুষের সমন্বিত দেশ বাংলাদেশ। পাবনার জমিনে মহানায়িকার জন্মে ভারতীয়রা গর্বিত। এপার বাংলার মেয়ে ওপার বাংলার মুখ আলোকিত করেছেন, দেশকে খ্যাতি দিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। তিনি ছিলেন অনন্য।

অনুষ্ঠানে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার কার্যালয় রাজশাহীর দ্বিতীয় সচিব দীপক কুমার কাউলা, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম লাল, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান।

Share Now

এই বিভাগের আরও খবর