জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট: January 19, 2023 |
print news

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি:  শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনোষ্ক গড়ে তুলতে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার, স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার এ স্লোগান নিয়ে জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) এবং বাংলাদেশ ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) যৌথ আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টায় জয়পুরহাটের খনজনপুরস্থ ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি, চত্বরে এ মেলার উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদু।

জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্য খাজা সামছুল আলম।
মেলার প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য দেন আইএমএমএম, বিসিএসআইআর এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. প্রদীপ কুমার বিশ্বাস।
উত্তরবঙ্গের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত গবেষনা প্রকল্প প্রদর্শনী নিয়ে ২৮টি শিা প্রতিষ্ঠানের ৯১টি স্টল নিয়ে ১শ’ ৭৭ জন ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নিয়েছে।

মেলার আয়োজক ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান বলেন, চতুর্থ শিল্প বিপ্লব হলো আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণের একটি চলমান প্রক্রিয়া। আমাদের এই ক্ষুদে বিজ্ঞানীদেরকেই চতুর্থ শিল্প বিপ্লব এর চালেঞ্জ মোকাবেলায় কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে এবং বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করায় বিজ্ঞান মেলার প্রধান লক্ষ্য। এ মেলা আগামী ২১ জানুয়ারী পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা৬ টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর