বিশ্বব্যাংকের এমডি আজ ঢাকায় আসছেন

আপডেট: January 21, 2023 |
ভ্যান ট্রটসেনবার্গ
print news

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ তিনদিনের সফরে আজ শনিবার (২১ জানুয়ারি) ঢাকায় আসছেন। এটি তার প্রথম বাংলাদেশ সফর।

ভ্যান ট্রটসেনবাগ রোববার (২২ জানুয়ারি) বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জনবিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেছেন, মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে সাফল্যের সঙ্গে দারিদ্র্য কমাতে কী করা যেতে পারে, তা বাংলাদেশ বিশ্বকে করে দেখিয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার ৫০ বছরের অংশীদারত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অগ্রযাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি এ সফরকালে এসব অর্জন সরাসরি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।

ভ্যান ট্রটসেনবার্গ সফরকালে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন। তিনি বিশ্বব্যাংকের সহায়তায় চলমান প্রকল্পগুলোও পরিদর্শন করবেন।

তার সফরসঙ্গী হিসেবে আসছেন দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

Share Now

এই বিভাগের আরও খবর