বেলকুচিতে মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন


আবু মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ বেলকুচিতে দৌলতপুর ইউনিয়নের গোপালপুর এমদাদিয়া নাজমুল উলুম হাফিজিয়া ও নুরানীয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। এসময় টেক্সজেন গ্রুপের ব্যবস্থপনা পরিচালক আব্দুস সালাম শেখ, জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ছদরে মুহতামিম হাফেজ আব্দুর রাজ্জাক, মাদ্রাসার সভাপতি আব্দুস ছামাদ খাঁনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।