দুমকিতে আ.লীগে যোগদান দিলেন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি

আপডেট: January 21, 2023 |
awamilig 7
print news

মোঃ মিজানুর রহমান পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আঙ্গারীয়া ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু হানিফ মাস্টার আ. লীগে যোগ দিয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা আ.লীগের কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান সেলিম, উপজেলা আ.লীগের সহ সভাপতি ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, পাঙ্গাশিয়া ইউপি নির্বাচনে এ্যড. গাজী নজরুল ইসলামসহ আ.লীগে অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীদের উপস্থিতে হানিফ মাস্টার একজন সাধারণ কর্মীর টিকিটে স্বাক্ষর করে আ.লীগে যোগদান করেছেন।

এসময় হানিফ মাস্টার জানান, আমি আমার দীর্ঘ সত্তর বছরের জীবনে রাজনৈতিক ক্যারিয়ারে ভুল বুঝতে পেরে উন্নয়নের ধারাবাহিকতা দেখে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই এ দলে যোগ দিলাম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা বিএনপি’র সভাপতি খলিলুর রহমান বলেন, হানিফ মাস্টার আগে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ছিলেন কিন্তু বর্তমানে তিনি বিএনপি’র কোন পোস্ট পজিশনে নেই।

যোগদান অনুষ্ঠানে উপজেলা আ. লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, শুধু হানিফ মাষ্টারই নন আরও চমক আছে। কিছু দিনের মধ্যেই আরও বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে আ.লীগের পতাকা তলে অন্যদলের অনেক নেতাকর্মীরা চলে আসবেন।

Share Now

এই বিভাগের আরও খবর