ধামইরহাটে শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানোর উদ্বোধন

আপডেট: January 22, 2023 |

মাসুদ সরকার,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে কৃমি নাশক খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (২২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশু ও শিক্ষার্থীদের কৃমিনাশক খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু,টিএলসিএ আবুল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল করিম, সাংবাদিক আমজাদ হোসেন প্রমুখসহ বিভিন্ন শ্রেনির শিক্ষার্থীরা উপস্থিত র্ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ধামইরহাট উপজেলায় চলতি সপ্তাহে ৫ থেকে ১৬ বছর বয়সী ৪ হাজার ৪ জনকে কৃমি নাশক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর