আত্রাইয়ে শেখ কামাল এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: January 25, 2023 |
inbound1817047455818410792
print news

রুহুল আমীন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ আত্রাইয়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার আহসান উল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, একাডেমী সুপারভাইজার প্রদীপ কুমার, আহসান উল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম,  শুকটিগাছা কেডি উচ্চ বিদ্যালয়, উপজেলা তথ্য অফিসার সনজির আহমেদ শিশির ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম, চেয়ারম্যান নাজিমুদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, এ্যাথলেটিক্স প্রতিযোগিতার সদস্য সচিব আবুল হাসানসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে প্রতিযোগিতায় অংশ গ্রহনকৃত বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Share Now

এই বিভাগের আরও খবর