১০ দফা দাবিতে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট: January 26, 2023 |
IMG 20230125 WA0030 11zon
print news

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি: সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ নেতা কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের স্টেশন এলাকা থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহিদুল আলম হিটু, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক,যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, ক্ষেতলাল উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদুল মাসুদ আঞ্জুমান, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ,সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু,কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান প্রমুখ।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর