৭৪ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল ভারতীয় সহকারী হাইকমিশন

আপডেট: January 27, 2023 |
inbound2359051572100933324
print news

শিব্বির আহমদ ওসমানী, সিলেট প্রতিনিধি: সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, সাংবাদিক, সরকারী কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা ভারতীয় সহকারী হাইকমিশনারকে শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সোয়াল।

অনুষ্ঠানে সংসদ সদসয় মুহিবুর রহমান মানিক, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর