ফরেস্ট অফিসের কাছে ৩ বাঘের আতঙ্কে বনরক্ষীরা

আপডেট: February 5, 2023 |
bagh
print news

বাগেরহাট প্রতিনিধি: পূর্ব-সুন্দরবনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘের উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে বনরক্ষীরা। গত ২৪ ঘণ্টা ধরে বাঘগুলো একই স্থানে ঘোরাঘুরি করছে বলে জানিয়েছে বন বিভাগ। এ অবস্থায় ওই ক্যাম্পের আতঙ্কিত ৫ বনরক্ষী অফিসের মধ্যেই অবস্থান করছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে প্রথমে দুটি বাঘ ওই অফিস প্রাঙ্গনে ঢুকে পড়ে। শুক্রবার রাতে এ দলে যোগ হয় আরো একটি বাঘ। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত বাঘ ৩টি চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় ছেড়ে বনে ফিরে যায়নি।

চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, শুক্রবার দুপুরে আসা দুটি বাঘের সঙ্গে রাতে আরও একটি যোগ দিয়েছে। রাতে বনরক্ষীরা পুকুর পাড়ে টর্চ লাইটের আলো জ্বেলে তিনটি বাঘের উপস্থিতি শনাক্ত করেছেন। সকালেও বাঘ তিনটি পুকুর পাড়ের অদূরে বনে ঘুরাঘুরি করছিল। এখনও বাঘগুলো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে বলে ফারুক হোসেন বিকেল ৩টায় মোবাইল ফোনে জানিয়েছেন।

তিনি জানান, বনরক্ষীরাও সতর্ক অবস্থানে থেকে বাঘের গতিবিধি লক্ষ্য করছেন তারা। তবে বিকেল ৩টার পর থেকে চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেনের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. সামসুল আরেফীন জানান, এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজের মতো করে চলাচল করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর