হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

আপডেট: December 2, 2018 |
print news

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হওয়া আলোচিত অভিনেতা আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রবিবার তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন হিরো আলম। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলে নিজ নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর প্রয়োজন হয়। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করা দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন। এজন্য তার মনোনয়ন বাতিল হয়েছে।’

Share Now

এই বিভাগের আরও খবর