আক্কেলপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারারোপণ উদ্বোধন

আপডেট: February 7, 2023 |

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:  জয়পুরহাটের আক্কেলপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ফেব্রুয়ারি) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিপুরে আক্কেলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি জয়পুরহাটের উপপরিচালক কৃষিবিদ মোছাঃ রাহেলা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি জয়পুরহাট জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল করিম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, জেলা অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মজিবর রহমান, পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান কবির এপ্লব প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুমন কুমার সাহা।

আলোচনা সভা শেষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ (Synchronized Cultivatation) ব্লক প্রদর্শনী স্থাপনের নিমিত্তে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিপুরে এলাকায় মাঠে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর