বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত, আটক ১০


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ নারী ও তিনজন পুরুষসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা শহরের মাটিডালী বিমান মোড় এলাকার ‘টাইম স্কায়ার” নামে একটি আবাসিক হোটেলে পুলিশ অভিযান পরিচালনা করে।
এ সময় ওই হোটেল অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ জন পুরুষ ও ৭ জন নারীসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বয়স-২০-৪০ বছর।
আটককৃতরা বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নোয়াখালী ও বাগেরহাট জেলার। বিকেলে আটককৃতদরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার উপ- পরিদর্শক (এসআই) ইনতিয়াজ আহমেদ।
উপ-পরিদর্শক ইনতিয়াজ আহমেদ বলেন, বগুড়া শহরের মাটিডালী এলাকায় “টাইম স্কায়ার” নামে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যকালাপ চলছে বলে জাতীয় পরিসেবা ‘৯৯৯’ কলের মাধ্যমে পুলিশ জানতে পারে। পরে পুলিশ ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ মোট ১০ জনকে আটক কর।
আটককৃতদেরকে অনৈতিক কার্যকালাপের অভিযোগ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।