নাটোরে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধন

আপডেট: February 13, 2023 |
Boishakhinews24.net 95
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা পর্যায়ের আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল নয়টায় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপিসহ ক্রীড়া সংগঠকবৃন্দ।

প্রতিযোগীতায় জেলার সাতটি উপজেলা থেকে ৬৭২ জন এ্যাথলেট ৩২টি ইভেন্টে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

Share Now

এই বিভাগের আরও খবর