ইবি বৃহত্তর ঢাকা জেলা ছাত্র কল্যাণের সভাপতি আদনান, সম্পাদক দোয়া

আপডেট: February 15, 2023 |
aa 1 1
print news

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৃহত্তর ঢাকা (ঢাকা-নরসিংদী-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ) জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২২-২৩ বছরের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন মোয়াজ্জেম হোসাইন আদনান এবং সাধারণ সম্পাদক পদে সুহায়লা রহমান দোয়া মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সমিতির উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমিতির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- আব্দুল্লাহ ইবনে জাহিদ, শাফায়েত আপন, শাকিব এ মালেক, আদনান ইসতিয়াক তন্ময়, নূর মোহাম্মদ মিয়া, মোঃ নাসিম, মাহফুজুল ইসলাম, শাহ ওলীউল্লাহ, আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক- নাঈমুল ইসলাম জয়, ইমরুল কায়েস, আরেফিন আন্দালিব(প্রান্ত), তাসনিম আহমেদ নিপা, শাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক- মোঃ সিফাতুল ইসলাম, শাওন খান, সুমাইয়া আজমী, আঃ হাদী সাগর, মাসুদ আহমেদ, আবু মোঃ জুবায়ের সালমান, তাসনিম আল সাকিব (দ্বীপ), ইকরাম খান তুহিন, আব্দু মুক্তাদির মুন্না, মোঃ সায়েম, মোঃহানিফ মিয়া, ফাহিমা আক্তার বৃষ্টি, মোঃ ইসমাইল, জুঁই ইসলাম, মোঃ জুনায়েদ মিয়া, রেদুয়ান,সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক- নাইমুল ইসলাম নাঈম, উপদপ্তর সম্পাদক- ফাহিম মুসাদ্দেক, প্রচার সম্পাদক- ইসনাইন ভূঁইয়া মুকুল, সহ-প্রচার সম্পাদক- আজমাইন আদিল সৌরভ, ধর্ম বিষয়ক সম্পাদক- আতিকুল ইসলাম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক- জয় কিশোর দেব, আইন বিষয়ক সম্পাদক- সাকিবুর রহমান দিহান, সহ-আইন বিষয়ক সম্পাদক- মোঃ আশরাফুল, তথ্য বিষয়ক সম্পাদক- জাহিদ বিন ফিরোজ, সহ-তথ্য বিষয়ক সম্পাদক- আসিফ আরাফাত, ক্রীড়া বিষয়ক সম্পাদক- সাজ্জাদ হোসাইন, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক- শাকিল আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক- টুটুল কাজল, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক- এ এইচ মুন্না, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক- মোঃ শাকিল, সহ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক- তপু ভূঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোঃ জুনাঈদ, উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মাহফুজুর রহমান নাইম, ছাত্রী বিষয়ক সম্পাদক- লায়লাতুল মুনিয়া, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক- তৈয়্যবা আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক- শাওন ভূইয়া তপু, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক- আরিফা ইসলাম, কোষাধ্যক্ষ- হাসান আল বান্না (সিয়াম), সহ-কোষাধ্যক্ষ- রাকিবুল ইসলাম মিতুল প্রমূখ।

এছাড়াও কার্যকরী সদস্যবৃন্দরা হলেন, ইউসুফ আহমেদ, মোঃ আবুল কালাম আজাদ, জান্নাতুল তুর্কি, আরমান জয়, সুমাইয়া ফাহমিদা তাবাসসুম, মাহবুবা শাহরিন নুপুর, সাইফুল ইসলাম মাহি, এস.এম.সাকিব আল হাসান, মোঃ জাফরুল হাসান বিজয়, সোহরাব উদ্দীন, তাসিন আহমেদ, ফাতেমা আক্তার, আল-আমিন, সায়েমা আক্তার, সুমাইয়া বিনতে আনোয়ার, নুসরাত আরা সুভা, আকিব মাসুদ, নাইমুর ইসলাম, নিশান আহমেদ, নাহার বুশরা, মাহবুব আলম, জান্নাতুল তামান্না, ক্যাডেট রিয়াদ রাজ, সাগর আহমেদ, সজিব আহমেদ।

Share Now

এই বিভাগের আরও খবর