নাটোরে বিসিক মেলার উদ্বোধন

আপডেট: February 15, 2023 |
Untitled 11zon 3
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার প্রসার সৃষ্টিতে শুরু হয়েছে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। বুধবার সকাল ১০টায় জেলা বিসিক কার্যালয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক দিলরুবা দীপ্তিসহ ব্যবসায়ী নের্তৃবৃন্দ। পরে অতিথিবৃন্দ মেলা স্টল ঘুরে দেখেন।

মেলায় নাটোর ও আশ-পাশের জেলার উদ্যোক্তাদের তৈরি নানা পন্য ৩০টি স্টলে প্রদর্শন ও বিক্রি করা হবে। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

Share Now

এই বিভাগের আরও খবর