মহেশপুর সীমান্তে ১০ সোনার বারসহ কারবারি আটক

আপডেট: February 24, 2023 |
inbound6331486768384512955
print news

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১০টি সোনার বারসহ আব্দুল হাদি নামের এক কারবারিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক মাসুদ পারভেজ রানা।

আব্দুল হাদি যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামের সামসুর রহমানের ছেলে।

মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চলায় বিজিবি।

এসময় সীমান্তের দিকে আসা একটি ভ্যানসহ আব্দুল হাদিকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

 

Share Now

এই বিভাগের আরও খবর