তুরস্কের ভূমিকম্পে আহতদের ৭০০০ ডলার সহায়তা দিল বালা


আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার: তুরস্ক ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস ( বালা) পরিবার। এ সময় তারা হতাহত মানুষের সহায়তায় তাদের জন্য ৭ হাজার ডলার সহায়তা প্রদান করেন।
গত ১৭ই ফেব্রুয়ারি তুরস্কের কনস্যুলেট জেনারেল অফিসের ভাইস কনসাল নুরায়া সাহিন হাতে এ সহায়তা তুলে দেন বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস ( বালা ) এর প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস ( বালা ) এর প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু, যুগ্ন সহ সভাপতি শেখ সুলতান শাহরিয়ার (বাবু) সাংগঠনিক সম্পাদক এ হ তে শামুল হক শ্যামল।
এ সময় তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বালা’র প্রেসিডেন্ট সৈয়দ এম হোসেন বাবু, মমতাময়ী সমাজ কর্মী মাকসুদা ইয়াসামিন আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বালা’র অন্যতম সদস্য সফল উদ্যোমী উদ্দ্যোক্তা Convenient Market , Long Beach,CA এর স্বত্বাধীকারী শেখ সুলতান শাহরিয়ার (বাবু),সাংস্কৃতিক সম্পাদক শহীদ আহম্মেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক (শ্যামল),সাধারন সম্পাদক আদনান খান,দপ্তর সম্পাদক মোঃ আবুবক্কর সিদ্দিক এবং নির্বাচন কমিশনার ডাঃ মোহাম্মদ সিরাজউল্লাহ সবাই একই কথা বলেন, তুরস্ক এই বিপদের সময় বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস বালার সকল সদস্য সিরিয়ার এই বিপদের সময় তাদের পাশে আছে।