বগুড়া ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে বগুড়া ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৬২ তম বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাপ্পী ভান্ডারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের প্রফেসার জোহরা ওহিদা রহমান,জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী, উপজেলা শিশিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ,মুজিবুর রহমান ভান্ডারীর মেসেস মনোয়ারা হায়াত ও জোবাইদা হাসান জবাসহ প্রমূখ।