বড়াইগ্রামে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: February 27, 2023 |
ছবি 9
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার হারোয়া ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুর্যু লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং তিনি রাজমিস্ত্রী শ্রমিক ছিলেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিউল আযম জানান, সোমবার সকালে মোটরসাইকেল যোগে লালপুর থেকে কাজের উদ্দেশ্যে বনপাড়ায় যাচ্ছিলেন।

এসময় উপজেলার হারোয়া ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ট্রাক্টরের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর