সিংগাইরে প্রাণিসম্পদ প্রর্দশনী মেলা অনুষ্ঠিত

আপডেট: February 27, 2023 |
Boishakhinews24.net 252
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে ৪৯ টি স্টলে বিভিন্ন প্রজাতির উন্নত মানের গাভী,ষাঁড়, ছাগল- ভেড়া,হাঁস,মুরগী,কবুতর ও বিভিন্ন প্রজাতির ঘাস নিয়ে উৎসব মুখর পরিবেশে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্বাহী অফিসার দিপন দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় প্রাণিসম্পদ সম্প্রাসারন কর্মকর্তা ডা:তানিয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও সদস্য সচিব প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ বাস্তবায়ন কমিটির ডা:মো.রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ,পৌর মেয়র আবু নাঈম মো.বাশার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, মোসা.শারমিন আক্তার, ও খামারি আব্দুল মালেক।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন-পুলিশ ইন্সপেক্টর(তদন্ত) মানবেন্দ্র বালো,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজমা আলমগীর,জেলা মহিলালীগের যুগ্ন আহবায়ক সালেহা জাহানসহ স্থানীয় খামারিগন।অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের মাঝে ক্রেষ্ট উপহার দেয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর