ট্রেনের টিকেট বাতিল হলে ঘরে বসেই টাকা পাবে যাত্রীরা: রেলমন্ত্রী

আপডেট: March 1, 2023 |
নুরুল ইসলাম সুজন
print news

ট্রেনের টিকিট কাটতে আজ থেকে লাগবে জাতীয় পরিচয়পত্র। ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই স্লোগানে চালু হয়েছে নতুন এই ব্যবস্থা। রেলমন্ত্রী এসময় টিকিট কাউন্টার পরিদর্শন করেন এবং টিটিদের সঙ্গে কথা বলেন।

বুধবার (১ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় তিনি বলেন, টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আপাতত শুধু আন্তঃনগর ট্রেনে চালু হলেও ধীরে ধীরে সব ট্রেনে এ নিয়ম মানা হবে।

তিনি আরও বলেন, এখন থেকে হাতে লিখে আর টিকিট দেয়া হবে না চলন্ত ট্রেনে ।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আরও বলেন, এতদিন টিটি বা টিকেট চেকাররা হাতে লিখে জরিমানা বা টাকা আদায় করত। এখন থেকে পজ মেশিনে টাকা আদায় হবে।

মন্ত্রী আরও বলেন, অনলাইনে টিকেট বাতিল করলে ঘরে বসেই মোবাইলে টাকা পেয়ে যাবে যাত্রীরা। এটা নিয়ে ভুল ত্রুটি ধরা পড়লে তা সংশোধন করা হবে।

রেলমন্ত্রী আরও বলেন, রেলের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যাচাইয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আমরা চেষ্টা করছি টিকিট কালোবাজারি ঠেকাতে পারব। সারা বিশ্বে এই নিয়ম মানা হয়। যাত্রীরা যাতে ভোগান্তির শিকার না হয়।

Share Now

এই বিভাগের আরও খবর