গুরুদাসপুরে জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনামূলক অনুষ্ঠান


ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতা মূলক নিরাপদ খাদ্য গ্রহণে উপজেলা মিলায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিশা ইউপি চেয়ারম্যান মোঃ মতিন মাস্টার, মসিনদা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, খুবজিলপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন,বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন সুস্থ শরীরের জন্য নিরাপদ ভেজলমুক্ত খাবার গ্রহণের কোন বিকল্প নাই তাই আমরা সর্বদা সচেতন হবো ভেজালমুক্ত খাবার গৃহন করার জন্য এবং অপরকে সচেতন করব এবং সব সময় পরিবারে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে খাবার গ্রহণ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদ,সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শাফি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান, গুরুদাসপুর পৌরসভার সম্মানিত কাউন্সিলর বৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্য বৃন্দ
নাটোর জেলা খাদ্য কর্মকর্তা মোঃ আলী জিন্নাহ উপস্থিত সকলের উদ্দেশ্যে নিরাপদ খাদ্য কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং তা প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। যাতে সবাই আরো বেশি সচেতন হতে পারেন এবং অধীনস্থ সবাইকে সচেতন করতে পারেন।