নিউইয়র্কে সিএনএন কার্যালয়ে বোমা আতঙ্ক
আপডেট: December 7, 2018
|
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংবাদ সংস্থা সিএনএন’র কার্যালয়ে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গণমাধ্যমটির সকল কর্মীকে ভবন থেকে অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। খবর সিএনএন’র।
গণমাধ্যমটির অনলাইন সংস্করণে বলা হয়, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিউজরুমে কয়েকটা ফায়ার এলার্ম বেল বা আগুন বিপদাশঙ্কা ঘন্টাধ্বনি বেজে উঠলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ‘ফোন বোমা’ এই আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই প্রতিষ্ঠানটির সকল কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
বিপুল সংখ্যক পুলিশ ও ফায়ার ডিপার্টমেন্টের ট্রাক ওই এলাকায় অবস্থান নিয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সিএনএন কার্যালয়ের আশেপাশের এলাকার যান চলাচল।