কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত


মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপের তত্ত্বাবধানে অদ্য শনিবার দুপুর ১২.২০ ঘটিকার সময় এক অগ্নিনির্বাপক এবং সচেতনতা মূলক মহড়া কালুরঘাট বিসিক শিল্প এলাকার লিগ্যাসি এবং আনোয়ারা ফ্যাশন লিমিটেড প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মহড়ায় শ্রমিকদের জরুরী অবস্থায় কি ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং অগ্নি ঝুঁকি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জনাব বাহার এর নেতৃত্বে এই মহড়ায় অত্র কারখানার সম্মানিত পরিচালক জনাব খোরশেদ আলম সহ সকল কর্মকর্তা,কর্মচারী এবং শ্রমিক বৃন্দ অংশ গ্রহণ করেন।