গুরুদাসপুরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ উদ্বোধন

আপডেট: March 5, 2023 |
Boishakhinews24.net 69
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।

এবারের উন্মুক্ত কৃষি প্রযুক্তি সম্ভারসহ ১২টি প্রদর্শনী ষ্টল মেলায় অংশ গ্রহণ করেছে। এরমধ্যে কৃষিতে ডিজিটাল সেবা, কৃষিতে যান্ত্রিকিকরণ, প্লান্ট ডাক্তার ক্লিনিক, নিরাপদ জৈব সার প্রস্তত কম্পানি ৩টি, নিরাপদ বীজ উৎপাদন ১টি, নিরাপদ মধু উৎপাদন ১টি, জয় কৃষি খামার ও ৪টি নার্সারী অংশ গ্রহণ করেছে।

তবে এবারের মেলায় দর্শকদের নজর কেরেছে শষ্য দানায় বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনুর রশিদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর