ভিনগ্রহীরা পৃথিবী ঘুরে গেছে!

সময়: 7:54 pm - December 8, 2018 | | পঠিত হয়েছে: 6 বার

ভিনগ্রহীরা পৃথিবী ঘুরে গেছে? আমরা দেখতে পাইনি এমনটিই দাবি করেছেন নাসার বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো। কেন দেখতে পাইনি, তা ব্যাখ্যা করতে গিয়ে নাসার এইমস রিসার্চ সেন্টারের এ কম্পিউটার বিজ্ঞানী বলেন, ভিনগ্রহীদের যে ছবি আমরা এত দিন ভেবেছি, এঁকেছি, সেই সবের সঙ্গে ভিনগ্রহীদের চেহারা মেলে না বলে।

কলম্বানোর বক্তব্য, ভিনগ্রহীদের শরীরটা যেন কোনো কার্বন যোগ দিয়ে গড়া বলে আমরা ভেবে এসেছি। হয়তো তা আদৌ সঠিক নয়। তাই পৃথিবী ঘুরে গেলেও আমরা ভিনগ্রহীদের দেখতে পাইনি।ওই গবেষণাপত্রে কলম্বানো লিখেছেন, ভিনগ্রহীদের সম্পর্কে আমাদের ধ্যানধারণায় ভুল রয়েছে। আমরা মহাকাশে যাওয়ার পরিকল্পনা করছি। যাচ্ছি। অথচ, ভিনগ্রহীরাও যে এই ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াতে পারে বা তাদের সেই ভ্রমণ যে আমাদেরও আগে শুরু হয়ে থাকতে পারে, এটা আমরা মাথায় রাখছি না।

Share Now

এই বিভাগের আরও খবর