গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট: March 8, 2023 |
Boishakhinews24.net 126
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধিঃ ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন ও জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে গার্লস গাইড এর আয়োজনে যথাযথ মর্যাদায় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বেগম রোকেয়া স্কুল এন্ড কলেজের সামনে থেকে র্্যালী বের করা হয় র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । র্্যলী শেষে গুরুদাসপুর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এ গিয়ে শেষ হয় এবং সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুখশানা আক্তার লিপি, মোছাম্মদ নিগার সুলতানা স্থানীয় কমিশনার গার্লস গাইড, মোছাম্মদ ওয়ালিদা শাহরিয়ার সাধারণ সম্পাদক গালস গাইড গুরুদাসপুর, বিভা গ্রহ কর্মকার প্রমূখ।

দিবসটি উদযাপন উপলক্ষে র্্যালী ও সভায় অংশগ্রহণ করেন গার্লস গাইডের গুরুদাসপুর এর নেত্রী বর্গ সহ চাঁচকৈড় নাজিমউদ্দিন স্কুলের গার্লস গাইডসের শিক্ষার্থী বেগম রোকেয়া সস্কুলের গাল গাইডসের শিক্ষার্থী সাহিদা কাশেম পৌর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Share Now

এই বিভাগের আরও খবর