বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট: March 8, 2023 |
Boishakhinews24.net 127
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালায়ের যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ০৮ মার্চ সকাল ১১টার দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজপলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মাহফুজার রহমান, উপজেলা যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা গোলাম রব্বানী, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন, একাডেমিক সুপারভাইজাড পদ্মা রানী,তথ্য আপা রুমানা আক্তারসহ মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণার্থীবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর